আজকাল ওয়েবডেস্ক: বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার এই দাবি জানিয়েছে। বুধবারের বৈঠকের পর, যে তথ্য সামনে এল, তাতে যেন বিরোধীদের দাবিকেই মান্যতা দিল শাসক দল। এবার থেকে দেশে জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা। 

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এবার দেশে জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা। তবে সেই তথ্য আলাদাভাবে প্রকাশিত হবে না। জনগণনার সঙ্গেই প্রকাশিত হবে জাতি গণনার তথ্য। অর্থাৎ, এবার জনগণনার তথ্যের সঙ্গেই জানা যবে, দেশে কোন জাতির, কোন উপজাতির কত জনসংখ্যা রয়েছে। 

সিদ্ধান্ত ঘোষণা করে, এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন আদমশুমারিতে জাতি গণনা অন্তর্ভুক্ত করা উচিত। এটি প্রমাণ করে যে সরকার সমাজের মূল্যবোধ এবং স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।‘ তিনি একই সঙ্গে বলেন, কিছু রাজ্য ইতিমধ্যে এই গণনা শুরু করেছে। তবে বেশকিছু রাজ্যে প্রক্রিয়া অস্বচ্ছ, যা সন্দেহ তৈরি করছে বলেও দাবি করেন তিনি। 

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস জমানাকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, বিহার বিধানসভা ভোটের আগে হাত শিবির ক্রমাগত এই বিষয়ে চাপ বাড়াচ্ছিল সরকারের উপর। তবে ঠিক আগে আগেই, বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্র।